Home / মিডিয়া নিউজ / নায়িকা বানানোর প্রলোভনে তরুণীর সর্বনাশ

নায়িকা বানানোর প্রলোভনে তরুণীর সর্বনাশ

এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে কথিত প্রযোজক সাদ্দাম হোসেনকে

গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।

বুধবার পল্টন থানায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই তরুণী। মামলা নম্বর ১৬।

মামলার তদন্ত কর্মকর্তা সেন্টু মিয়া বলেন, শ্লীলতাহানির অভিযোগ এনে ওই তরুণী আজ মামলা দায়ের করেছেন। সাদ্দামকে গ্রেপ্তার করে আজ কোর্টে পাঠানো হয়েছে।

তবে কথিত ওই প্রযোজককে এফডিসিতে কেউ চেনেন না। এমনকী প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খোশরু ও তাকে চেনেন কি না জানাতে পারেন না। তিনি বলেন, আমি সাদ্দামকে ভালোভাবে চিনি না। এ নামে কোনো প্রযোজক আছে কি না আমি নিশ্চিত নই।

তবে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম কথিত প্রযোজক সাদ্দামকে চেনেন।

প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এই ছেলে (সাদ্দাম হোসেন) প্রযোজক সমিতির সদস্য না, ও শুটিং ম্যানেজার। তবে এর আগে সমিতির সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু সদস্য হতে পারেনি।

সামসুল বলেন, প্রযোজক নাম ভাঙিয়ে এ ধরণের অপকর্ম করে থাকলে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। প্রয়োজনে বিএফডিসির ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ দিব, যাতে সাদ্দাম বিএফডিসিতে প্রবেশ করতে না পারে।

Check Also

বিয়ে না করেই পুত্র সন্তানের মা হলেন শাহরুখের নায়িকা

বিয়ে না করেও যে সন্তানের সুখ পাওয়া যায় তা অনেকবারই প্রমাণ করেছেন বলিউডের সেলিব্রিটিরা৷ তুষার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *