Home / মিডিয়া নিউজ / শুধু চুলের জন্যই খরচ করেছেন ২.৫ লাখ রুপি!

শুধু চুলের জন্যই খরচ করেছেন ২.৫ লাখ রুপি!

বর্তমান সময়ের আলোচিত আইটেম গার্ল, মডেল, অভিনেত্রী নোরা ফাতেহি। কিছুদিন আগে

রিলিজ হওয়া স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমার ‘গারমি’ গানের মাধ্যমে ঝড় তুলেছেন। এতে তার

নাচে মুগ্ধ হয়েছেন দর্শক। আর নাচের প্রধান আকর্ষণ থাকে অভিনেত্রীর লুকে। তাইতো

সিনেমায় তার চুলের স্টাইলের জন্য খরচ হয়েছে প্রায় ২.৫ লাখ রুপি বলে জানালেন তিনি।

এক সাক্ষাৎকারে নোরা জানালেন, যখন দুবাইয়ে সিনেমাটির শুটিং করছিলাম আমার চুলের পনিটেইল স্টাইলটি করিয়েছি।

আমি এবং আমার মেকআপ আর্টিস্ট মার্সেলো একটি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছিলাম, যারা পছন্দমতো চুলের স্টাইল করে দেয়। আমরা এমন একটি পনিটেইল চাইছিলাম যা খুব ঘন এবং লম্বা হবে। পাশাপাশি শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাচের লড়াইয়ের সময় যেন আলাদা একটি মাত্রা যোগ করে। তিনি জানালেন, পর্দায় যে পনিটেইল দেখা গেছে তাতে প্রায় পাঁচশ গ্রাম মানুষের চুল ব্যবহার হয়েছে। নাচের ক্ষেত্রে এটি একটু ভারি। কিন্তু তারপরও এটি ব্যবহার করেছি কারণ এতে দৃশ্যগুলোতে বাড়তি মাত্রা যোগ হয়েছে। পাশাপাশি পুরো সিনেমাতেই আমার লুক পরিবর্তনের চেষ্টা করেছি।

Check Also

বিয়ে না করেই পুত্র সন্তানের মা হলেন শাহরুখের নায়িকা

বিয়ে না করেও যে সন্তানের সুখ পাওয়া যায় তা অনেকবারই প্রমাণ করেছেন বলিউডের সেলিব্রিটিরা৷ তুষার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *