Home / মিডিয়া নিউজ / অপারেশন বেডে রোগী, টিকটক করছে ডাক্তার-নার্স

অপারেশন বেডে রোগী, টিকটক করছে ডাক্তার-নার্স

সোশ্যাল প্ল্যাটফর্ম বলতেই এতদিন হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটারের মতো অ্যাপগুলোর

কথাই আগে মনে পড়ত। কিন্তু এবার ফেসবুককে কড়া টেক্কা দিয়ে একেবারে সিংহাসনচ্যুত করল চীনা অ্যাপ টিকটক।

এই অ্যাপটি ব্যবহার করে অনেকেই যেমন এসেছেন আলোচনায়। ঠিক তেমনি অনেকেই হয়েছেন সমালোচিত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু ভিডিও তারই প্রমাণ। মানুষ বিখ্যাত হওয়ার নেশায় কি না করছে। আজকাল সোশ্যাল মিডিয়ার থাকার সুবাদে ফেমাস হওয়া যেন কোনও ব্যাপারই না। তার উপর তো টিকটক আছেই। সেখানে যা খুশি গানের সঙ্গে অভিনয় করুন। পোস্ট করুন ভিডিও ভাইরাল মানেই আপনি ফেমাস। তাই বলে একজন ডাক্তারের থেকে এটা আশা করা যায় না।

সম্প্রতি এক মহিলা ডাক্তার ও তার সহকারী অপরেশন মাঝ পথে থামিয়ে টিকটকে ভিডিও করেছেন। আর তা দেখে পুরো নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। সকলে নিন্দা করছেন ওই ডাক্তারের। তবে তিনি কোন হাসপাতালের ডাক্তার তার খোঁজ পাওয়া যায়নি।

তবে এই ভিডিওটি শুধু মাত্র টিকটক করার জন্যই তৈরি হয়েছে কিনা তা জানা যায়নি। সত্যিই কী উনি ডাক্তার? নাকি গোটা ব্যাপারটাই সাজানো এ নিয়েও নানা আলোচনা চলছে গোটা নেট দুনিয়া।

Check Also

বিয়ে না করেই পুত্র সন্তানের মা হলেন শাহরুখের নায়িকা

বিয়ে না করেও যে সন্তানের সুখ পাওয়া যায় তা অনেকবারই প্রমাণ করেছেন বলিউডের সেলিব্রিটিরা৷ তুষার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *