





ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।






যেখানে একজন কাবাডি দলের কোচের চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্পথ নন্দী






পরিচালিত এ ছবিতে তামান্নার বিপরীতে অভিনয় করবেন গোপীচন্দ্র।
এ বিষয়ে তামান্না বলেন, এটি আমার জন্য নতুন একটি চরিত্র। এখানে কাবাডি দলের তরুণ খেলোয়াড়কে প্রশিক্ষণ দেব। আগে কখনোই এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। নিজেকে কোচের চরিত্রে দেখার জন্য অপেক্ষা করছি।
যেখানে নাচের দক্ষতা তুলে ধরতে সক্ষম হবেন এমন একটি ছবিতেও অভিনয়ের ইচ্ছা আছে বলেও সম্প্রতি জানিয়েছেন তামান্না। তামান্না বলেন, নৃত্য অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রে কাজ করা আমার অনেক দিনের স্বপ্ন।
এদিকে, সর্বশেষ টালিউডের মেগাস্টার মহেশ ভাটের সঙ্গে সারিলেরু নিকেভ্যারু ছবিতে দেখা গেছে এ অভিনেত্রীকে।