Home / মিডিয়া নিউজ / বিয়ে না করেই পুত্র সন্তানের মা হলেন শাহরুখের নায়িকা

বিয়ে না করেই পুত্র সন্তানের মা হলেন শাহরুখের নায়িকা

বিয়ে না করেও যে সন্তানের সুখ পাওয়া যায় তা অনেকবারই প্রমাণ করেছেন বলিউডের সেলিব্রিটিরা৷

তুষার কাপুর, করণ জোহরের মতো সেলিব্রিটিরা কারোর সঙ্গে সম্পর্কে না জড়িয়েও বাবা হয়েছেন৷

এবার সেই পথে হাঁটলেন একতা কাপুরও৷ বিয়ে না করেই পেলেন মাতৃত্বের সুখ৷ অনেকটা থ্যাংকস টু

সারোগেসি৷সারোগাসির মাধ্যমে মা হলেন ডেইলি সোপ ক্যুইন৷ গত ২৭ জানুয়ারি ফুটফুটে পুত্র সন্তানের

জন্ম হয়েছে তাঁর৷ এমনটাই জানিয়েছে মুম্বই মিরর৷ খবরে প্রকাশ, একতার সন্তান সুস্থ আছে৷ খুব তাড়াতাড়ি সন্তানকে বাড়ি নিয়ে আসবেন তিনি৷

৪২ বছর বয়সী একতা মা হওয়ার আকাঙ্খার কথা আগেই জানিয়েছিলেন৷ একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন,

তিনি মা হতে চান৷ কিন্তু বিয়ে নয়৷ বিয়ে কবে করবেন সেই নিয়ে বিশেষ ভাবনাও চিন্তা নেই তাঁর৷ কারণ বিয়ে করার সময় নেই একতার কাছে৷ বরং তিনি স্পা যাওয়া বেশি প্রেফার করবেন৷একতার আগে তাঁর ভাই তুষার কাপুরও সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন৷ ২০১৬ সালে লক্ষ্য নামে পুত্র সন্তানের সিঙ্গল ফাদার হন তুষার৷ পরে তিনি জানান, বাবা হওয়ার অভিজ্ঞতা দারুণ৷ সেটা শব্দের মাধ্যমে বোধানে সম্ভব নয়৷

ঠিক একই পদ্ধিততে সিঙ্গল ফাদার হন করণ জোহর৷ তিনি এখন যশ ও রুহি নামে যমজ সন্তানের প্রাউড ফাদার৷

একে একে বহু সেলিব্রিটি সারোগেসি পদ্ধতিতে সন্তান লাভ করেছেন৷ সেই তালিকায় আছেন শাহরুখ খান, আমির খান, সানি লিওনি৷ তবে এঁরা সকলেই বিবাহিত৷

Check Also

প’রকীয়া থেকে স’ঙ্গম, বচ্চন পরিবারের নোং’রা কেচ্ছা হার মানাবে বলিউড সিনেমার গল্পকেও

বলিউডের হাইপ্রোফাইল পরিবারগুলির মধ্যে অন্যতম বচ্চন পরিবার, কারণটা অবশ্য সবারই জানা, কেননা বচ্চন পরিবার বলিউডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *